ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে একাধিক মামলার আসামি গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
সাভারে একাধিক মামলার আসামি গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারে একাধিক মামলার আসামি টুন্ডা আরিফকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী তাইমুল ইসলাম।

পরে গভীর রাতে সাভারের গেন্ডা থেকে তাকে গ্রেফতার করা হয়। টুন্ডা আরিফ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার বাকি আসামিরা হলেন- সাভারের সোলেমানের ছেলে জসিম উদ্দিন (২৮), সুমন (৩০), সজিব (২৮), তানজিল (২৫), আজম (৩২)। এছাড়া অজ্ঞাত আরও ৪-৫ জন আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভার পৌরসভা থেকে ইজারা নিয়ে ব্যবসা করতেন তাইমুল। তার কাছে আসামিরা পাঁচ লাখ টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। গত ২০ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে গেন্ডা বাজার যাত্রী ছাউনির কাছে দাঁড়িয়ে ছিলেন তাইমুল। তখন টুন্ডা আরিফের নেতৃত্বে ১০-১১ জন তাকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তাইমুলের চিৎকারে আসামিরা তাকে গাড়িতে না তুলে এলোপাথাড়ি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা তাইমুলকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

ওসি সায়েদ বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃত টুন্ডা আরিফের বিরুদ্ধে আগেও চাঁদাবাজি, হামলা, ব্যবসা দখলের চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।