ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের বিক্ষোভ

খুলনা: জাতীয় মজুরী কমিশন ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ এর রোয়েদাদ বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সাতদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিক নেতারা।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলে গেট সভা ও বিক্ষোভ সমাবেশে কর্মসূচি ঘোষণা করা হয়।  

কর্মসূচির মধ্যে রয়েছে- সড়কে ভুখা মিছিল ও বিক্ষোভ, ধর্মঘট এবং আমরণ অনশন।

এ আন্দোলন ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সমাবেশ চলাকালে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদেও যুগ্ম আহবায়ক মো. মুরাদ হোসেন, প্ল্যাটিনাম মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন, সংগঠনের নেতা হুমায়ন কবির খান, দ্বীন মোহাম্মদ, শেখ মো. ইব্রাহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।