ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে বৃদ্ধার সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
বরিশালে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে বৃদ্ধার সংবাদ সম্মেলন

বরিশাল: পরিবারের নিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে মনির নামে এক যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার ৬০ বছর বয়সী শাশুড়ি।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) এ সংবাদ সম্মেলন করেন বরিশাল নগরের ৭ নম্বর ওয়ার্ডের কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার মৃত ফারুক সিকদারের স্ত্রী ফরিদা বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল আমার স্বামী ফারুক সিকদার মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর পর থেকেই বড় মেয়ে জীবননেছা সিকদার মনির স্বামী মনিরের লোলুপ দৃষ্টি পড়ে আমাদের বসতবাড়ি ও জায়গা-জমির ওপর। এর পরপরই মনির কৌশলে চুরি করে স্বামীর পৈতৃক ভিটার কাগজপত্র, ব্যাংকের চেকবই ও নিজস্ব ডায়েরি।  

জীবিত অবস্থায় আমার স্বামী এসব সম্পত্তির মালিক হলেও তার মৃত্যুর পর বাটোয়ারার নিয়মে সাত সন্তানই এর ভাগ পাবে। কিন্তু নানান কৌশলে মনির আমাদের এবং আমার স্বামী মৃত ফারুক সিকদারের বোনদের জমিও নামমাত্র মূল্যে কিনে নিতে চাইছে। আবার সে জোর করে তার স্ত্রী অর্থাৎ আমার মেয়ে মনির নামে বণ্টন ছাড়াই বেশ কিছু জমি রেকর্ড করিয়ে নিয়েছে।  

ফরিদা বেগম বলেন, সম্প্রতি মনির আমাদের নামে মিথ্যে অভিযোগ সাজিয়ে মামলা দায়েরের প্রস্তুতিও নিচ্ছে এবং কয়েকদিন ধরে আমার সন্তানদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে।  

এ অবস্থায় বৃদ্ধা ফরিদা বেগম তার স্বামীর পৈতৃক সম্পত্তির সব কাগজপত্র মনিরের কাছ থেকে ফেরত পেতে এবং সন্তানসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানান। পাশাপাশি সার্বিক বিষয় নিয়ে স্থানীয় থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফরিদা আরও বলেন, মনির গাড়িচালক হলেও সে সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাকে এখনো মেনে নেওয়া হয়নি।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।