ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয় সম্মান চান না আরেক মুক্তিযোদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
রাষ্ট্রীয় সম্মান চান না আরেক মুক্তিযোদ্ধা

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নিয়োগ পরীক্ষায় ছেলের চাকরি না হওয়ায় মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না দিতে মুক্তিযোদ্ধার চিঠি খবরের পর এবার জেলার দেবীগঞ্জ উপজেলায় আরেক মুক্তিযোদ্ধা মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

ওই মুক্তিযোদ্ধার নাম আবুল খায়ের ভুঁইয়া। তিনি উপজেলার মুন্সীপাড়া এলাকার মৃত ছালামতুল্লাহর ছেলে।

যুদ্ধকালীন সময়ে ৬ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলেন তিনি।

জানা যায়, ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবমূল্যায়ন হওয়ায় গত শনিবার (১৬ নভেম্বর) মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভুঁইয়া এই সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।  

আবেদন সূত্রে জানা যায়, উপজেলায় বর্তমান ১৬৪ জন ব্যক্তি মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। এদের মধ্যে ৪৩ জনই ভুয়া মর্মে ২০১২ সাল থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রী, দুদক চেয়ারম্যান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রায় ৮/১০টি আবেদন দিয়েও কোনো প্রতিকার পাননি আবুল খায়ের ভুঁইয়া।

মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভুঁইয়া বাংলানিউজকে বলেন, যেখানে ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা জিম্মি, সেখানে মৃত্যুর পর একজন প্রকৃত মুক্তিযোদ্ধার দাফন-কাফনে ভুয়া মুক্তিযোদ্ধারা অংশ নেবে, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। তাই এই অস্বীকৃতি জানিয়ে আবেদন করেছি।

পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।