ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে কাঁচা মাংস ও মাছের সঙ্গে মুরগির গ্রিল সংরক্ষণের অপরাধে বরিশাল নগরের চৌমাথা এলাকার মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়া বিশেষ ধরনের ঠোঙার মাধ্যমে ওজনে কম দেওয়ায় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার দু’টি ফল দোকানিকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।  

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়।

 অভিযানকালে থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।