ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে মিকচার মেশিন উল্টে শ্রমিকের ‍মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
বালিয়াকান্দিতে মিকচার মেশিন উল্টে শ্রমিকের ‍মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিকচার মেশিন উল্টে আফজাল মণ্ডল (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের শালকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আফজাল মণ্ডল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মৃত আলিমুদ্দিন মণ্ডলের ছেলে।

মৃত আফজাল মণ্ডলের ছেলে কাউসার বাংলানিউজকে বলেন, সকালে প্রতিদিনের মতো বাবাসহ অন্য শ্রমিকরা ছাদ ঢালাই কাজের উদ্দেশে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শালকি গ্রামে মালেক মাস্টারের বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ি ওঠার রাস্তায় একটি তালগাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন চালিত নছিমনসহ মিকচার মেশিন উল্টে যায়। এতে বাবা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সৌরভ শিকদার বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই আফজাল মণ্ডল মারা যান।  

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।