ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বান কি মুনকে হোটেল রেডিসনের শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
বান কি মুনকে হোটেল রেডিসনের শুভেচ্ছা

ঢাকা: জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ঢাকা সফরকালে হোটেল রেডিসন কর্তৃপক্ষ তাকে শুভেচ্ছা জানিয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রেডিসন হোটেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও তার স্ত্রী উ সুন তায়েক ঢাকা সফরকালে রাজধানীর হোটেল রেডিসনে উঠেছেন। তিনি রেডিসন হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান হোটেলের জেনারেল ম্যানেজার আলেক্সান্দর হেউসলার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিনসেন্ট চ্যাং।

জাতিসংঘের সাবেক মহাসচিব শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় আসেন। শনিবার আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।

চলতি বছরের ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। এছাড়া ২০১১ সালে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন জাতিসংঘের সাবেক এ মহাসচিব।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।