ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে স্বর্ণ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
কিশোরগঞ্জে স্বর্ণ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় নকল স্বর্ণের বার দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে চার প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২৩ নভেম্বর) রাতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম শোভন খান বাংলানিউজকে এতথ্য জানান।

এর আগে, বিকেলের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বরী-বানিয়াকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

 
  
আটকরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টোকের বাজার কলাবাড়িয়া গ্রামের মো. মিয়া হোসেনের ছেলে খোকন মিয়া (৩৬), কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়ার আব্দুর রাশিদ মিয়ার ছেলে মজিবুর মিয়া (৩৫), একই এলাকার মো. আলী আকবরের ছেলে হারুন মিয়া (২৮) ও আলমগীর হোসেন (২৫)।  

বিএনএম শোভন খান বাংলানিউজকে জানান, প্রতারণার শিকার এক নারীর অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সিদ্ধেশ্বরী-বানিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওই চার প্রতারককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি স্বর্ণের বার জব্দ করা হয়।  

আটকদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।