ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে র‌্যাগিংয়ের নামে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
না’গঞ্জে র‌্যাগিংয়ের নামে ছাত্রকে নির্যাতনের অভিযোগ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে র‌্যাগিংয়ের নামে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ডিপ্লোমা কোর্সের প্রথমবর্ষের ছাত্র আসিফ (১৭) নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৩ নভেম্বর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ছাত্রের বাবা মাসুম বিল্লাহ।

নির্যাতনের শিকার আসিফ জানায়, সে নারায়ণগঞ্জ বন্দরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রথমবর্ষের ছাত্র।

মেরিন টেকনোলজির বড় ভাই খ্যাত দ্বিতীয় ও তৃতীয়বর্ষের ছাত্ররা প্রথমবর্ষের ছাত্রদের দিয়ে র‌্যাগিংয়ের নামে বিভিন্ন শারীরিককসরত, কাপড় ধোয়ানোসহ বিভিন্ন কাজ করায়। এ ঘটনায় সে ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করায় গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বড় ভাই খ্যাত রিয়াজুল, গোলাম আজম, আলিফসহ বেশ কয়েকজন তাকে ধরে নিয়ে ইনস্টিটিউটের ছাত্রাবাসের পুরাতন ভবনে রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত নির্যাতন করে।
 
নির্যাতনের বর্ণনা দিয়ে আসিফ আরও জানায়, কথিত বড় ভাই খ্যাতরা তাকে বাথরুমের পানি পান করানোসহ ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করেছেন। এ খবর পেয়ে বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শুক্রবার (২২ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।  

এ ঘটনায় আহত ছাত্র আসিফের বাবা খুলনা থেকে নারায়ণগঞ্জ এসে বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে মেরিন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শরীফা সুলতানা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে এসে ওই ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এ ঘটনায় সিনিয়র ইন্সট্রাক্টর তাকিউদ্দিন সানিকে প্রধান করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, দুপুরে অভিযুক্ত ছাত্ররা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে নির্যাতনের শিকার আসিফের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বিষয়ে নির্যাতিত ছাত্রের বাবার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরআইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।