ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বোরো ধানের আবাদ-ফলন বাড়াতে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বরিশালে বোরো ধানের আবাদ-ফলন বাড়াতে সেমিনার সেমিনারে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।

বরিশাল: বৃহত্তর বরিশাল অঞ্চলে বোরো ধানের আবাদ ও ফলন বাড়ানোর করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বরিশাল নগরের সাগরদী ধান গবেষণা ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।  

ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (সরেজমিন উইং) চন্ডী দাস কুন্ডু ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘ব্রি’ বরিশালের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।  

সেমিনারে বরিশাল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং কৃষকরা অংশগ্রহণ করে বোরো ধানের আবাদ এবং ফলন বাড়ানোর বিষয়ে বিভিন্ন মতামত দেন।  

সেমিনারে কৃষকরা বলেন, খালগুলো পলি পড়ে ভরাট হয়ে গেছে। খালে পানি না থাকায় বোরো আবাদ ব্যহত হচ্ছে। এ কারণে বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। বোরো ধানের আবাদ বাড়াতে তৃণমূল পর্যায়ের সব খাল খননের দাবি জানান কৃষকরা।  

সেমিনারে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, বোরো ধানের আবাদ বাড়ানোসহ কৃষির উন্নয়নে সব খাল খনন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে খালের পাড়ের রেইনট্রি গাছগুলো কেটে দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।