ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের ব্যাটারিতে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
গাজীপুরে ট্রেনের ব্যাটারিতে অগ্নিকাণ্ড

গাজীপুর: গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় একটি ট্রেনইঞ্জিনের ব্যাটারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, শনিবার বিকেলে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশনে থামে। একপর্যায়ে স্টেশনেই ট্রেনটির ইঞ্জিনের ব্যাটারিতে আগুনের সূত্রপাত হয়।

এসময় আগুন ও ধোয়ার কারণে যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে ট্রেন কর্তৃপক্ষ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।  

পরবর্তীতে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে যায়। প্রায় ১০ মিনিট পর আগুন পুরোপুরি নেভানো হয়। অগ্নিকাণ্ডে ট্রেনের ব্যাটারি পুড়ে গেছে। তাৎক্ষিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯ 
আরএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।