ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় বরিশালে কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
ট্রাকচাপায় বরিশালে কলেজছাত্রের মৃত্যু

বরিশাল: বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী অভয় দাস (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাতে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মোটরসাইকেল আরোহী গৌরনদীর সরিকর এলাকার সজল দাসের ছেলে।

সে বরিশালের একটি বেসরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটে পড়াশোনা করতো।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঘাতক ট্রাক নথুল্লাবাদ থেকে সিএন্ডবি রোডের দিকে যাচ্ছিলো। একই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী অভয় দাস গুরুত্বর আহত হন।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বলেন, মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএস/পিএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।