ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
বালিয়াকান্দিতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকচাপায় জাকির হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক হারুন অর রশিদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন বহরপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের মাজেদ হোসেনের ছেলে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বদিয়ার রহমান বাংলানিউজকে জানান, বিকেলে ৩টার দিকে রাজবাড়ী থেকে বালিয়াকান্দিগামী  একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০৪৯৭) দ্রুত গতিতে বাজার পার হচ্ছিল। এসময় পার্শ্ব সড়ক থেকে জাকির হোসেনের ভ্যান নিয়ে সড়কে উঠলে ট্রাকটি চাপা দেয়। এসময় গুরুতর আহতাবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালের নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক চালককে ধরে পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রমে প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।