ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিএসএমএমইউ ভিসির সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
বিএসএমএমইউ ভিসির সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র সৌজন্য সাক্ষাৎ করেন। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক নেপালের চিকিৎসক উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হয়ে থাকেন। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ধরে রাখতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে চিকিৎসা শিক্ষাসহ স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের (হেপাটোলজি) অন্যতম প্রতিষ্ঠাতা, মেডিসিন অনুষদের সাবেক কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. সেলিমুর রহমানের বিদায়ী সংবর্ধনা মঙ্গলবার শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়।  

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।  

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আলোচকরা অধ্যাপক ডা. সেলিমুর রহমানের বর্ণাঢ্য জীবনের কথা তুলে ধরেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া হাসপাতালের কেবিন ব্লকের নিচতলায় সাধারণ জরুরি বিভাগের স্থান পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপাচার্য যথা শিগগির সাধারণ জরুরি বিভাগ চালুর প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।