ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের দায়ে আনিছ সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। আনিছ সরদার গৌরনদীর কাপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ‘২০০৭ সালের ১০ মে বিকেলে নিজ বাড়ির উঠনে খেলা করছিলো ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আনিছ সরদার তাকে পার্শ্ববর্তী খড়-কুটার স্তুপের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

তিনদিন পরে ১৩ মে ঘটনা জানাজানি হলে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে একমাত্র আসামি আনিছ সরদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম।

পরে আদালত রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক ওই রায় দেন। এ রায় যুযোপযোগী হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।