ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে নারীসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
রূপগঞ্জে নারীসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।  

বুধবার (২৭ নভেম্বর) উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কে সিকান্দর তেলের পাম্পের সামনের রাস্তা থেকে ওই দুইজনকে আটক করে রূপগঞ্জ থানাপুলিশ।

আটকরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড়া এলাকার রহিমা (৩৪) ও ফরিদপুর জেলার ভাংগা উপজেলার নাজিরপুর এলাকার হাবিবুর রহমান (৩৬)।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে সিকান্দর তেলের পাম্পের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় ৪’শ পিস ইয়াবাসহ রহিমা ও হাবিবুরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।