ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
ঢাকা-উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক ট্রেন

সিরাজগঞ্জ: প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে জামতৈল স্টেশনে অবস্থান করা বনলতা এক্সপ্রেসটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেসের  ইঞ্জিন বিকল হয়ে এ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

   

জামতৈল রেলস্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, জামতৈল স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে বিকল হওয়া রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগিগুলোকে ঠেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের তিন নম্বর লাইনে রাখা হয়। এরপর সকাল ১১টার দিকে বনলতা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এছাড়া ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে। রিলিফ ট্রেনটি আসার পর বিকল হওয়া ইঞ্জিনটা উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।