ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘শ্রমিকদের কর্মপরিবেশ-নিরাপত্তা নিয়ে আর কোনো প্রশ্ন নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
‘শ্রমিকদের কর্মপরিবেশ-নিরাপত্তা নিয়ে আর কোনো প্রশ্ন নেই’ বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। ছবি: বাংলানিউজ

ঢাকা: পোশাক কারখানার শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে এখন আর কোনো প্রশ্ন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

তিনি বলেন, বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার পরিবেশ উন্নতি হয়েছে। এটা নিয়ে এখন আর কোনো প্রশ্ন নেই।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত  ‘ন্যাশনাল ডায়ালগ অন দ্য ফিউচার অব ওয়ার্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. গওহর রিজভী বলেন, সরকার শ্রমিকদের সুরক্ষায় আন্তরিক। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি, বিশেষ করে শ্রম প্রতিমন্ত্রীর পরিশ্রম ও চেষ্টা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আশা করি, আইএলও বিষয়টি উপলব্ধি করতে পেরেছে।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে আইএলও। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আইএলও আজকের এ অবস্থানে এসেছে।

সভাপতির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন শ্রমজীবী মানুষের মুক্তির। অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়ন প্রসার করতে উদ্যাক্তাদের সুযোগ করে দিচ্ছেন।

তিনি আরও বলেন, ২০১৮ সালে আমরা শ্রমিকবান্ধব শ্রমনীতি প্রণয়ন করেছি। অনেক পরিবর্তন এসেছে, যা দেশের শিল্পখাতের প্রসার করতে ভূমিকা রাখছে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুই ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনে কাজ শুরু করেন। ’৭২ সালের ২২ জুন আইএলও’র আটটি কনভেনশনের সাতটিতে অনুস্বাক্ষর করেন।

তিনি বলেন, আমরা শ্রমিক কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের সাহায্য করে যাচ্ছি। বিভিন্ন জেলায় শ্রম আদালতও স্থাপন করা হচ্ছে।   

আইএলও’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর পানুড্ডা বুনপালা বলেন, আইএলও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। সামাজিক সুরক্ষায় বেশি অগ্রাধিকার দিচ্ছে। শ্রমিকদের অধিকার রক্ষায় আইএলও কাজ করছে। বাংলাদেশকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ অনেক ক্ষেত্রে সফলতা লাভ করছে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছে।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তোমো পতিয়াইনেন, ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অন ওয়ার্কাস এডুকেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট কামরান টি রহমান, জাতীয় শ্রমিকলীগের সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দাতা সংস্থা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।