ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
বগুড়ায় অস্ত্রসহ যুবক আটক

বগুড়া: বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মো. তৌহিদুল ইসলাম সোহেল (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক তৌহিদুল ইসলাম সোহেল বগুড়া সদর উপজেলার মালতীনগর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. আছলাম আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ তৌহিদুল ইসলাম সোহেলকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী পরে ২টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৬টি চাপাতি ও ২টি ককটেল উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী বাংলানিউজকে বলেন, সন্ত্রাস-অস্ত্রবাজদের বিরুদ্ধে বগুড়া গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আগামীতেও গোয়েন্দা পুলিশের অভিযান চলবে। এই ঘটনায় শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
কেইউএ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।