ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া বার নির্বাচনে ফারুক সভাপতি, রফিকুল সম্পাদক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
বগুড়া বার নির্বাচনে ফারুক সভাপতি, রফিকুল সম্পাদক 

বগুড়া: বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন মো. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম।

শুক্রবার (২৯ নভেম্বর) বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন-২০২০ এর রিটার্নিং অফিসার বিনয় কুমার ঘোষ রজত রাত ১০টায় ফল ঘোষণা করেন।

এসে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মো. গোলাম ফারুক ৩৫৪ ভোট পেয়ে সভাপতি ও ৩৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মো. রফিকুল ইসলাম।

এছাড়া ৩৩৬ ও ২৯৪ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের মো. মাহবুবর রহমান ফারুক ও মো. রহমতুল্লা।

জেলা বার সমিতির ১৩টি পদের মধ্যে সভাপতি, দু’টি সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও দু’টি সদস্যসহ ৮টি পদে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত পরিষদ।

সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও তিনটি সদস্যসহ ৫টি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। বিএনপিপন্থি নির্বাচিতরা হলেন- যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জামাল পাশা রানা, মোছা. সালমা সুলতানা, মো. উজ্জ্বল হোসেন।  

আওয়ামী আইনজীবী পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আজিজুল হক ফিরোজ ও মোছা. বেবী খাতুন।

বার সমিতির নির্বাচন পরিষদের রিটার্নিং অফিসার বিনয় কুমার ঘোষ রজত বাংলানিউজকে জানান, সমিতির ৭০৯ জন ভোটারের মধ্যে ৬৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
কেইউএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।