ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে টিনের চাল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
মিরপুরে টিনের চাল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি মিষ্টির দোকানের টিনের চাল থেকে হৃদয় (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) থেকে শিশুটি নিখোঁজ ছিল।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই টিনের চাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হৃদয় তার পরিবারের সঙ্গে মিরপুর পল্লবী আলোকদী এলাকায় থাকতো। তার বাবার নাম ছোটন মিয়া। তাদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়।

তিনি আরও জানান, শিশুটির পরিবার থেকে পুলিশ জানতে পেরেছে, গত ২৭ নভেম্বর দুপুর ১২টা থেকে সে নিখোঁজ ছিল। ২৮ তারিখে পরিবার পল্লবী থানায় একটি নিখোঁজের জিডি করে।

ঘটনাস্থলের পাশের একটি মসজিদে মুসল্লিরা ওই টিনের চালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দু’দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।