ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রাণ সায়ের খালের দূষণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
প্রাণ সায়ের খালের দূষণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রাণ সায়ের খালের দুইপাড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে প্রাণ সায়ের খালের দুইপাড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শহরের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় এ খালের দূষণ রোধ করা খুবই জরুরি। 

এ লক্ষ্যে শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নেতৃত্বে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।  

এতে আরও অংশ নেন সাতক্ষীরার সিভিল সার্জন শেখ আবু শাহীন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।

শহরের নারকেলতলা মোড় থেকে শুরু হওয়া এ অভিযান চলাকালে খালের দুই পাড় থেকে পলিথিনসহ ময়লা-আবর্জনা অপসারণ এবং খালপাড়ের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীদের প্রতি খালে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে তাদের সতর্ক করা হয়।

এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, প্রাণ সায়ের খাল সাতক্ষীরা শহরের প্রাণ। পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রাণ সায়ের খালের দূষণ রোধ করা খুবই জরুরি। খাল পাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করার এ কর্মসূচি মূলত জনগণকে সচেতন করার জন্য। আমি সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানাই পরিবেশ সুন্দর রাখতে ও শহরের সৌন্দর্যবর্ধনে খালের দূষণ রোধ করুন। খালে কেউ ময়লা আবর্জনা বা পলিথিন ফেলবেন না।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।