ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ট্রলি বোঝাই গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
লালমনিরহাটে ট্রলি বোঝাই গাঁজাসহ আটক ২ পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি ও গাঁজাসহ আটকরা। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটে ১৯০ কেজি গাঁজা ও ট্রলিসহ দুই চালককে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় আরও দুই জন পালিয়ে যায়।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান 
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।  

আটক ব্যক্তিরা হলেন- রংপুর শহরের চোর জুম্মাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে ট্রলি চালক সবুজ ইসলাম (২২) ও একই এলাকার আয়নাল হকের ছেলে সহকারী চালক আমিনুল ইসলাম (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে লিখিত বক্তব্যে পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ৫/৭ জন মাদক বিক্রেতার একটি চক্র সম্মিলিতভাবে ট্রলিতে কার্পেটে ঢেকে কুড়িগ্রাম থেকে গাঁজা পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বৈরাগী এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলি আটক করে পুলিশ।  

পরে ট্রলিটিতে তল্লাশি চালিয়ে ২৪ বস্তায় ১৯০ কেজি গাঁজা  পাওয়া যায়। এ ঘটনায় ট্রলিটি জব্দ করে চালক সবুজ ও আমিনুল ইসলামকে আটক করে পুলিশ।  

এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই চালক ও পলাতক দুই জনসহ অজ্ঞতনামা ১০/১২ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘন্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।