ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ামতপুরে ৪ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
নিয়ামতপুরে ৪ ডাকাত আটক

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে এতথ্য জানান।

আটকরা হলেন- একই জেলার মান্দা উপজেলার শালদহ গ্রামের উজ্জ্বল আল ও তার ভাই তারেক রহমান, মান্দার গোবিন্দপুর গ্রামের রুবেল হোসেন এবং রাজশাহীর শ্যামপুর গ্রামের তারেক আলী।

ওসি আবুল কালাম জানান, শুক্রবার (২৯ নভেম্বর) দিনগত রাতে ওই উপজেলার খড়িবাড়ী বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন গোপন সংবাদে রাতেই সেখানে অভিযান চালিয়ে ওই চার ডাকাত সদস্যকে আটক করা হয়। সেসময় তাদের কাছ বেশ কিছু ধারালো অস্ত্র ও একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।