ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

মাদারীপুর: মাদারীপুরের শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় আব্দুর রউফ মাতুব্বর নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তার ছেলে রবিন।

এদিকে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।  

নিহত আব্দুর রউফ মাতুব্বর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের দৌলতপুর নামক স্থানে একটি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সার্বিক পরিবহনের একটি বাস কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা একটি মোটরসাইকেল বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দুই আরোহী আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

এদিকে বাসের ১০ যাত্রী আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।  

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। তার আগেই মোটরসাইকেলের দুই যাত্রীকে ফরিদপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে একজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘন্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।