ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
শ্রীনগরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের সংঘর্ষে আহত জাহাঙ্গীর (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হলো। 

শনিবার (৩০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার মোহাম্মদপুরের আল মানার হাসপাতালে তিনি মারা যান। পরে হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া বাংলানিউজকে বিষয়টি জানান।

 

জাহাঙ্গীর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকার বাসিন্দা। তিনি বরের খালাতো ভাই।

এসআই শাহজাহান মিয়া জানান, শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গুরুতর অবস্থায় জাহাঙ্গীকে আইসিইউতে ভর্তি করা হয়। বিকেল পৌনে ৪টায় আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে কাবিনের উদ্দেশে মুন্সিগঞ্জের লৌহজংয়ের কনকসার বাজারের কাছে বরের বাড়ি থেকে কনের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর যাচ্ছিল দুইটি মাইক্রোবাস। পথে শ্রীনগরের ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে স্বাধীন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৯ জন মারা যান।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।