ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলা থেকে ইউনুছ (২৩) নামে এক যুবককে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ। 

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে নোয়াখালী পৌরসভা গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। ইউনুছ একই জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।


 
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে ইউনুছকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড গুলি ও একটি কিরিচ জব্দ করা হয়। আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।