ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ পরিবহন ধর্মঘট অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
ময়মনসিংহ পরিবহন ধর্মঘট অব্যাহত

ময়মনসিংহ: ময়মনসিংহে বিআরটিসি বাস বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

এদিকে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাই বিকল্প পদ্ধতিতে ছুটতে হচ্ছে তাদের।

জানা যায়, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল থেকে ময়মনসিংহ অঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, বিআরটিসির বাসগুলো নিয়ম না মেনেই চলছে। এতে সাধারণ গণপরিবহনের যাত্রী দিন দিন কমে যাচ্ছে। পাশাপাশি বিআরটিসি বাস চলায় বিপুল যানজটের সৃষ্টি হচ্ছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে খুব দ্রুতই এ সমস্যা সমাধান করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০,২০১৯ 
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।