ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ ড্রেজার পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
ধলেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ ড্রেজার পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।

ইউএনও আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, উপজেলার আকাশী ও তিল্লী এলাকায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে একটি চক্র।

গোপন সংবাদে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।