ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালমাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
লালমাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ২

কুমিল্লা: কুমিলার লালমাই উপজেলায় যাত্রীবাহী বাস ও ময়দাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউপির হরিশ্চর নিশ্চন্তপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ট্রাকটি কুমিল্লার ইপিজেড থেকে নোয়াখালী যাওয়ার সময় হরিশ্চর বাজার থেকে প্রায় ৫০ মিটার উত্তরে সামনের ডান চাকা ফেটে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী উপকূল নামের একটি বাসে ধাক্কা মারে।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাঠে পড়ে যায়। এসময় বাসের হেলপার প্রাণ বাঁচাতে গাড়ি থেকে লাফ দিলে চাপা পড়ে মারা যান। আর বাসের যাত্রী একটি শিশুকে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।

লালমাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কোনো মরদেহ বা আহতদের কাউকেই পাওয়া যায়নি। তবে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে, আহতদের লাকসামসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।