ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফ্যান কারখানায় নিহত প্রত্যেকের পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
ফ্যান কারখানায় নিহত প্রত্যেকের পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা

ঢাকা: গাজীপুরের হারিনালে লাক্সারি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। 

একই সঙ্গে নিহত শ্রমিকদের দাফন কাফনের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী।

সন্ধ্যায় গাজীপুরের হারিনালে লাক্সারি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ জন শ্রমিক নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরো দুজন শ্রমিক।  

আরও পড়ুন: গাজীপুরে ফ্যান কারখানায় আগুনের ঘটনায় তদন্ত কমিটি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে যে সব শ্রমিক নিহত হয়েছেন তাদের পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি বলেন, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে নিহতদের পরিবারের কাছে অনুদান পৌঁছে দেবেন।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২১৯ 
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।