ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাত ২টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
রাত ২টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ

সাভার (ঢাকা): মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তার জন্য রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত দুইটা থেকে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকবে।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল ওয়াহেল বাকি।

তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে আসবেন।

তাই নিরাপত্তা জন্য রাত ১২টা থেকে যানচলাচল সীমিত করা হবে এবং দুইটা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে। পরবর্তীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শেষে এ সড়কের যানচলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।