ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় মরিয়ম নেছা (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার লতিফাবাদ-চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মৃত মরিয়ম নেছা কটিয়াদী উপজেলার আদমপুর গ্রামের মুক্তিযোদ্ধা এবিএম আলাউদ্দিনের স্ত্রী।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে এবিএম আলাউদ্দিন তার স্ত্রী মরিয়ম নেছাকে নিয়ে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের লতিফাবাদ-চরপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে মরিয়ম নেছা পড়ে যান। তখন পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট রাজিব বর্মন বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।