ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাওলা হত্যা মামলায় গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
রূপগঞ্জে মাওলা হত্যা মামলায় গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমসংক্রান্ত বিরোধের জেরে মাওলা হত্যা মামলায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এরআগে শনিবার (২১ ডিসেম্বর) রাতে নরসিংদীর মাধবদী ও শেখেরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় মাওলার হত্যার পর তার ছিনতাই হওয়া অটো উদ্ধার করা হয়।  

গ্রেফতার আসামিরা হলেন- ভোলাব এলাকার বিল্লাল মিয়ার ছেলে সোহেল, একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে জালাল, মাধবদী শেখেরটেক এলাকার সফরউদ্দিনের ছেলে জয়নাল মিয়া, বাদশা মিয়ার ছেলে বাবু মিয়া, হানিফার ছেলে ইউনুছ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, নিহত মাওলার সঙ্গে তারাইল এলাকার লিটনের মেয়ে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী লামিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। মাওলারই বন্ধু তারাইল এলাকার নাছিমও লামিয়াকে ভালবাসতো। নাছিম লামিয়ার জীবন থেকে মাওলাকে সরে যেতে হুমকি দেয়। এরই জের ধরে নাছিম ও তার সহযোগিরা মাওলাকে গত ১৩ নভেম্বর হত্যা করে। হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে দেয়।

এরপর ১৬ নভেম্বর পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ৩১৬নম্বর রাস্তার ৮ নম্বর প্লটের ঝোঁপের ভেতর থেকে মাওলার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।