ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কসোভোর সঙ্গেও সাংস্কৃতিক চুক্তি চায় সরকার: খালিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
কসোভোর সঙ্গেও সাংস্কৃতিক চুক্তি চায় সরকার: খালিদ

ঢাকা: সরকার যুগোশ্লাভিয়ার অন্তর্ভুক্ত বলকান দেশ কসোভোর সঙ্গেও সাংস্কৃতিক চুক্তি সই করতে চায় বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি বলেন, সেই লক্ষে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নবনিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গানার ইউরেয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

 

সাক্ষাৎকালে অন্যতম নবীন এ দেশের সঙ্গে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, পর্যটন প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ বাঙালি সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে এবং পৃথিবীর অন্যান্য দেশের সংস্কৃতির সু-উপাদানগুলো গ্রহণের মাধ্যমে আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করার লক্ষে ইতোমধ্যে ৪৪টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি সই হয়েছে এবং এ চুক্তির আওতায় সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালু রয়েছে।  

‘অতিদ্রুত আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে এ চুক্তি সই হবে। সেই অনুযায়ী সাবেক যুগোশ্লাভিয়ার অন্তর্ভুক্ত বলকান দেশ কসোভোর সঙ্গেও আমরা সাংস্কৃতিক চুক্তি সই করতে চাই এবং সেই লক্ষে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। ’

কসোভোর রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তৈরির পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে চাই এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালু করতে চাই।  

তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ, জাদুঘর ও গ্রন্থাগার ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি।

সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফাহিমুল ইসলাম,  প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার এবং ঢাকাস্থ কসোভো দূতাবাসের নির্বাহী সহকারী আখন্দ সুরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
জিসিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।