ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

জাহাজভাঙা শিল্পে পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
জাহাজভাঙা শিল্পে পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি

ঢাকা: জাহাজভাঙা শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রতিষ্ঠার এবং এ শিল্পে বিভিন্ন পক্ষগুলোর ভূমিকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বিলস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন বিলস আয়োজিত ‌‌‌‌‌‘জাহাজভাঙা শিল্পে শোভন কাজ: পক্ষসমূহের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জাহাজভাঙা শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রতিষ্ঠা একটি বড় চ্যালেঞ্জ। তারা অভিযোগ করেন, এ শিল্পে উচ্চ আদালতের নির্দেশ মানা হচ্ছে না। জাহাজভাঙা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকার কারণে জাহাজভাঙা শিল্পে নিয়মিত দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু হচ্ছে। অসহায় হচ্ছে তাদের পরিবার। এছাড়া জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের নিয়োগ এবং পরিচয়পত্র প্রদান করা, শ্রম আইন সংশোধন করে ট্রেড ইউনিয়ন করার অধিকার কার্যকর করা, সরকারঘোষিত নির্ধারিত মজুরি বাস্তবায়ন করা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক নিয়মিত ইয়ার্ড পরিদর্শন করার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় বলেন, জাহাজভাঙা শিল্পের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, এত কম জনবল দিয়ে সব কারখানা পরিদর্শন করা সম্ভব হয় না। যার কারণে শ্রম আইনের সঠিক বাস্তবায়ন হচ্ছে না। জাহাজভাঙা শিল্পে যেসব সরকারি সংস্থা কাজ করে, তাদের সমন্বিতভাবে কাজ না করার ফলে এর সুফল শ্রমিকরা পাচ্ছে না। গার্মেন্টস সেক্টরের মতো অন্যান্য সেক্টরেও শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।

বিলস’র উপদেষ্টা পরিষদের সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীন আখতার, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজ আহমেদ মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।