ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
বরগুনায় মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধন মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনায় মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে যাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীলের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন এ মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠা করেন।

এসময় উপস্থিত ছিলেন- বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনির, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, সুখ রঞ্জন শীল, বেসরকারি (এনজিও) সংস্থা জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনেআরা হাসি প্রমুখ।

মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্যোক্তা ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল বলেন, নতুন প্রজন্মের মধ্যে দীর্ঘ ২৬ বছর ধরে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি আসছি। সেই ধারাকে অব্যাহত রাখতে বরগুনা জেলা প্রশাসন মুক্তিযুদ্ধ যাদুঘরের শুভ
উদ্বোধন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।