ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো রেলওয়ের কর্মকর্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো রেলওয়ের কর্মকর্তার

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আবু সালেক (২৬) নামের এক রেলওয়ে কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় দিপু (২৭) নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বানেশ্বর ইউনিয়নের পোল্লাপুকুর নামক স্থানে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সালেক বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী লোকো মাস্টার পদে কর্মরত ছিলেন।

আহত দিপু পাশের জেলা নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা ফেরদৌস আলীর ছেলে। তারা দুজনই মোটরসাইকেল আরোহী। তারা পরস্পর সহপাঠী ছিলেন।

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে জানান, রোববার বিকেলে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়ক হয়ে সালেক ও দিপু মোটরসাইকেলে করে (রাজশাহী-ল ১১-৮৭৬৭) রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার বানেশ্বর ইউনিয়ের পোল্লাপুকুর নামক স্থানে বিপরীতগামী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দু’জন আহত হন। তাদের মধ্যে সালেককে আশপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে আহত দিপুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনায় পুঠিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।