ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের প্রবীণ রাজনীতিক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বাদ যোহর সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে গার্ড অব অনার শেষে তার জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তার কফিনে ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে শহরের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম খান মারা যান। শনিবার (২১ ডিসেম্বর) রাতে তার মরদেহ সিরাজগঞ্জের বাড়িতে আনা হয়। মৃত্যুকালে তিনি আমেরিকা প্রবাসী স্ত্রী, মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন। স্ত্রী ও মেয়ে বর্তমানে আমেরিকা থাকলেও ছেলে দেশে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।