ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
নাটোরে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ

নাটোর: নাটোরের হালতি বিল ও আত্রাই নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল, সুতি জাল, ঘের জাল, বাদাই জাল ও বানা জব্দ করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব আল রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী উপস্থিত ছিলেন।

ইউএনও মো. সাকিব আল রাব্বি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালতি বিলের বিভিন্ন স্থান ও ডাঙ্গাপাড়ার আত্রাই নদীতে অভিযান চালিয়ে পেতে রাখা অবৈধ কারেন্ট জাল, সুতি জাল ও ঘের জাল অপসারণসহ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। অবৈধে এসব পেতে রাখার কারণে বিলের পানি প্রবাহে বাধা সৃষ্টিসহ পানি নামতে বিলম্ব হচ্ছিল।  

জব্দ করা জাল ও বানাগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।