ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় ট্রাক চাপায় রাসেল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের হাজি মোড় কপাটি ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

পাশাপাশি সে সুবর্ণা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতো।

রাসেলের বন্ধু সুমন জানায়, রাসেল সন্ধ্যায় বাই সাইকেল নিয়ে সুবর্ণা এগ্রো ফুডে রাতের শিফটে কাজ করার উদ্দেশে যাচ্ছিল। আইলচারা বাক্স ব্রিজ পার হয়ে হাজি মোড় কপাটি ব্রিজের কাছে পৌঁছালে ধান ভর্তি একটি ট্রাক পিছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাপায় তার মাথা ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মর্মাত্মিক মৃত্যু হয়। এ ঘটার পর ঘাতক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়ঃ ১৩৪৩ ঘন্টা, ২২ ডিসেম্বর ২০১৯
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।