ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৬ কক্ষ পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৬ কক্ষ পুড়ে ছাই

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপ‌জেলার রাখালিয়াচালা এলাকায় অগ্নিকাণ্ডে একটি বাড়ির আসবাবাসহ ৬ কক্ষ পুড়ে গেছে।

বুধবার (২৫ ডি‌সেম্বর) দিনগত রা‌তে এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অ‌ফিসার মো. কবীরুল আলম বাংলানিউজকে জানান, রাখালিয়াচালা এলাকার খোশ নাহারের এক‌টি টিন‌শেড বাড়িতে আগুন লা‌গে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগু‌নে টিন‌শেড ঘ‌রের ছয়’টি কক্ষ পু‌ড়ে গে‌ছে। আগুনের সূত্রপাত জানা যায়‌নি। এ‌তে হতাহ‌তের কোন ঘটনা ঘ‌টে‌নি।

আগুন লাগার খবর পে‌য়ে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে উপ‌জেলা প্রশাস‌নের প‌ক্ষে ১২টি কম্বল দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডি‌সেম্বর ২৬, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।