ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে ট্রাক খাদে পড়ে নিহত ২, নিখোঁজ ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
সাভারে ট্রাক খাদে পড়ে নিহত ২, নিখোঁজ ২

সাভার (ঢাকা): সাভারে ছাগলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পানিতে পড়ে দু’জনের নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ট্রাকচালকসহ আরও একজন। এ ঘটনায় প্রাণ গেল ট্রাকে থাকা শতাধিক ছাগলের। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার পাচুলিয়া গ্রামের ওয়ারেস আলীর ছেলে ও ট্রাক চালকের সহযোগী (হেলপার) হাসান (২৩) এবং একই গ্রামের মৃত ইসলাম হোসেনের ছেলে ছাগলের ব্যাপারী জাকারিয়া জাকির (৩০)।

 

নিখোঁজ রয়েছেন ট্রাক চালকসহ আরও এক ব্যাপারী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ বাংলানিউজকে জানান, জয়পুরহাট থেকে আসা ঢাকাগামী ছাগলবাহী একটি ট্রাক বৃহস্পতিবার মধ্যরাতে জোড়পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের সহযোগী হাসান নিহত হন। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে জাকির নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পানিতে ডুবে ট্রাকে থাকা বেশিরভাগ ছাগলেরই প্রাণ গেছে।  

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত হাসানের মরদেহ উদ্ধার করে। পর দুপুরে দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি খাদ থেকে তোলার চেষ্টা চলছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসা নিহত জাকারিয়ার ফুফাতো ভাই নূর নবী বাংলানিউজকে বলেন, ট্রাকটিতে ২৩০টি ছাগল ছিল। এর মধ্যে ২০-৩০টি ছাগল দুর্ঘটনার পর চুরি হয়ে গেছে। বাকি প্রায় সব ছাগলেরই প্রাণ গেছে।  

সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া নিহত দুই ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ট্রাক চালকসহ আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।