ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডা. ইউনুছ আলীর মৃত্যুতে হুইপ আল মাহমুদের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
ডা. ইউনুছ আলীর মৃত্যুতে হুইপ আল মাহমুদের শোক

ঢাকা: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের (৭০) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

শনিবার (২৮ ডিসেম্বর) তিনি বিবৃতিতে বলেন, রংপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নরত অবস্থায় জাতির পিতা হত্যার প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইউনুস আলী। আজন্ম সংগ্রামী এই বরেণ্য চিকিৎসক বাঙালির অধিকার প্রতিষ্ঠা, সৃজনশীল গণমুখী রাজনীতির ধারা এগিয়ে নিতে লড়াই করে গেছেন।

তার মৃত্যুতে জাতি একজন জনহিতৈষী, দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো।

আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গাইবান্ধার সাদুল্যাপুর-পলাশবাড়ীর সর্বস্তরের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমইউএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।