ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসচাপায় কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
রাজধানীতে বাসচাপায় কনস্টেবল নিহত নিহত কনস্টেবল মামুন মিয়া।

ঢাকা: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ দিলেন পুলিশ কনস্টেবল মামুন মিয়া।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা মামুনকে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গাবতলীতে পেশাগত দায়িত্ব পালনের সময় বাসের চাকায় পিষ্ট হন কনস্টেবল মামুন।

 

ঘটনার সময় গাবতলী এলাকায় দায়িত্বরত সার্জেন্ট ঝোটন সিকদার বাংলানিউজকে জানান, ওয়েলকাম পরিবহনের একটি গাড়িকে থামার সংকেত দিলে বাসটির চালক না থামিয়ে মামুনের শরীরের ওপর দিয়েই চালিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় মামুনকে নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘাতক বাস চালক পালিয়ে গেলে বাসটি আটক করা হয়।  

সার্জেন্ট ঝোটন সিকদার বাংলানিউজকে বলেন, আমার চোখের সামনেই হল। বাসটিকে থামাতে বললে বাসটি মামুনের শরীরের ওপরের দিয়েই চালিয়ে দেয়। যদিও আমরা বাসটিকে আটক করতে সমর্থ হয়েছি তবুও তখন মামুনের চিকিৎসাই ছিল আমাদের কাছে প্রধান বিষয়। তবে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গিয়েছে।  

সার্জেন্ট ঝোঁটন জানান, লাশের ময়না তদন্ত শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে ঘাতক বাসের মালিক, চালক এবং হেলপারকে আইনের আওতায় আনা হবে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসএইচএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।