ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে প‌লি‌থিন-তুলার গুদা‌মের আগুন নিয়ন্ত্র‌ণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
গাজীপু‌রে প‌লি‌থিন-তুলার গুদা‌মের আগুন নিয়ন্ত্র‌ণে

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের কুনিয়া তারগাছ এলাকায় পলিথিন-তুলার গুদা‌মে লাগা আগুন নিয়ন্ত্র‌ণে এসেছে।

রোববার (২৯ ডি‌সেম্বর ) সন্ধ্যা ৭টার দি‌কে এ অ‌গ্নিকা‌ণ্ডের সূত্রপাত হয়। প‌রে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের ৩টি ইউ‌নিট কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভা‌য়।

টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন কর্মকর্তা মো. আ‌তিকুর রহমান জানান, কুনিয়া তারগাছ এলাকার এক‌টি পলিথিন ও তুলার টিন‌শেড গুদা‌মে আগুন লা‌গে। খবর পে‌য়ে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের ৩টি ইউ‌নিট কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগু‌নে পা‌শের এক‌টি বা‌ড়ির ক‌য়েকজন আটকা প‌ড়ে। প‌রে তা‌দের নিরাপ‌দে উদ্ধার করা হ‌য়ে‌ছে। আগুনের সূত্রপাত ও ক্ষ‌তির প‌রিমাণ জানা যায়‌নি। তদ‌ন্তের পর তা বলা যা‌বে। আগু‌নে হতাহ‌তের কোনো ঘটনা ঘ‌টে‌নি।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।