ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
কোম্পানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার উপকূলীয় অঞ্চলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদাত হোসেন স্বপন (৩৯) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১৩ রাউন্ড কার্তুজ, দুটি ছোরা ও দুটি রামদা উদ্ধার করে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নে ছোটধলী গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।


  
ডাকাত সর্দার শাহাদাত হোসেন স্বপন উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে ডাকাতির প্রস্তুতিকালে স্বপনকে গ্রেফতার করে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে ভোরে ডাকাত দলের সদস্যরা স্বপনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় ডাকাত সর্দার স্বপন। তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।