ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালপুরে পিস্তলসহ ২ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
গোপালপুরে পিস্তলসহ ২ ব্যবসায়ী আটক আটক ব্যবসায়ীরা জব্দকুত পিস্তল ও মোবাইল। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চাতুটিয়া চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যবসায়ীরা হচ্ছেন- উপজেলার মাহমুদপুর উত্তর পাড়া গ্রামের আয়নাল হকের ছেলে মাসুদ রানা (৩০) ও একই গ্রামের মৃত হযরত আলী ফকিরের ছেলে এছহাক (৪৫)।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. শফিকুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গোপালপুর উপজেলার চাতুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাসুদ রানা ও এছহাককে একটি বিদেশি পিস্তল, একটি মোবাইল ও সিম কার্ডসহ হাতেনাতে আটক করা হয়।  

পিস্তলটি বিক্রির জন্য সেখানে নিয়ে এসেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।  

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে রাতেই অস্ত্র আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।