ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে রেলের ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আশুগঞ্জে রেলের ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া: অবৈধভাবে দখল করা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেলওয়ের দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলের ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রেলগেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এএম সালাহ উদ্দিন, ভূ-সম্পদ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, বিভাগীয় কমার্শিয়াল র্কমকর্তা শওকত জামিল, আরএমভির প্রধান জহির উদ্দিন, ডিইএফ আরিফুল ইসলাম, ডেপুটি কমিশনার ওহিদুন নবী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এএম সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, আশুগঞ্জের রেলগেইট এলাকা থেকে বিওসি ঘাট পর্যন্ত রেলের প্রায় ৩৭ একর ভূমি রয়েছে। এরমধ্যে ২৪ একর জায়গা স্থানীয়দের দখলে রয়েছে। এই দখল হওয়া জায়গায় বিভিন্ন দোকানপাট, ঘর-বাড়িসহ নানা স্থাপনা তৈরি করা হয়। এসব জায়গা দখলমুক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।