ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নকল ফোনসেট বিক্রির অভিযোগে উত্তরায় ১৬ লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
নকল ফোনসেট বিক্রির অভিযোগে উত্তরায় ১৬ লাখ টাকা জরিমানা 

ঢাকা: রাজধানীর উত্তরার আমির ও রাজলক্ষ্মী কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল ফোনসেট বিক্রয়ের অপরাধে একজনকে ২ বছরের কারাদণ্ড এবং ১৩টি দোকানের মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে শুরু হওয়া র‍্যাব-১ এর এ অভিযান রাত ১১টা পর্যন্ত চলে। এতে সহযোগিতা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার আমির ও রাজলক্ষ্মী কমপ্লেক্সে অভিযান চালানো হয়। এসময় নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ১৩টি দোকানের মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একজনকে দেওয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড।

জানানো হয়, এদিন অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যান্ডের নকল ১৬০টি মোবাইল ফোন ও ৭টি ট্যাব জব্দ করা হয়। জব্দ হওয়া নকল মোবাইল ফোন এবং ট্যাব ধ্বংস করে দেওয়া হবে। এছাড়াও দুটি দোকান সিলগালা করা হয়।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএমআই/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।